বিনোদন

মানসম্মত কাজ করার চেষ্টা করি

#কিছুদিন আগে মঞ্চে দেখা গেছে
আপনাকে। দীর্ঘদিন পর মঞ্চে কাজ
করতে কেমন লেগেছে?
##প্রায় দশ বছর পর মঞ্চে কাজ করেছি।
‘দেওয়ান গাজীর কিস্সা’ নাটকের মাধমে
মঞ্চে নিয়মিত হলাম। নাটকটি নির্দেশনা
দিয়েছেন বিশিষ্ট নাট্যজন
আসাদুজ্জামান নূর। মঞ্চ আসলে
অভিনয়ের আরাধনার জায়গা। এটা
অস্বীকার করার কোনো উপায় নেই।
একজন শিল্পীকে পরিপূর্ণভাবে তৈরি
করতে পারে একমাত্র মঞ্চই। তাই এখানে
কাজ করতে পারাটা অবশ্যই ভালো
লাগার।

#টিভি নাটকেও আপনার অভিনয় সাবলীল...
##চেষ্টা করি পরিচালক এবং দর্শকের মন জয়
করে কাজ করতে। পরিচালক বলেছি এজন্য
যে, দর্শকের আগে পরিচালকই মনিটরে আমার
অভিনয় দেখেন। তার সন্তুষ্টি না হলে অবশ্যই
দর্শকের কাছে পৌঁছানো সম্ভব নয়। আর
দর্শকরা তো হচ্ছেন শিল্পীদের প্রাণ।
তাদের সন্তুষ্টির জন্য কাজ করাটা আসলেই
কঠিন। তবুও চেষ্টা করি মানসম্মত কাজ
উপহার দিতে।

#বর্তমান টিভি নাটকের মান নিয়ে আপনার
মূল্যায়ন কী?
##এখনকার টিভি নাটকের কথা বলাটা একটু
মুশকিল। আমি সবসময় মনের মধ্যে পজেটিভ
ধারণা পোষণ করি। এখন চ্যানেল আধিক্য।
তাই নাটকের পরিমাণও বেশি। ভালো-মন্দ
দুটোই আছে। আমার মনে হয় মন্দের চেয়ে
ভালোর সংখ্যাটাই বেশি।

#বিজ্ঞাপন বিরক্তিতে নাটকের দর্শক কমে
যাচ্ছে বলেও অনেকে মনে করেন...
## কথাটার সঙ্গে আমি পুরোপুরি একমত নই।
কারণ দর্শক ধরে রাখার মতো নাটক হলে
অবশ্যই বিজ্ঞাপনের বিরক্তির পরও তারা
নাটক দেখবেন। নির্মাতাদের উচিত হবে সে
মানের নাটক তৈরি করা। পাশাপাশি
চ্যানেল কর্তৃপক্ষকেও কিছুটা নমনীয় হতে
হবে। একটা নিয়মের মধ্যে আসতে হবে।

#আপনার অভিনীত চলচ্চিত্রের কী অবস্থা?
##‘ছিটকিনি’ ছবিটির ৭০ ভাগ কাজ শেষ
হয়েছে। বাকি অংশের শুটিংয়ের জন্য
শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ
ছবিটি পরিচালনা করছেন সাজেদুল আউয়াল।
অন্যদিকে মৃত্তিকা গুণ পরিচালিত ‘কালো
মেঘের ভেলা’ ছবিটির কাজ শেষ হয়েছে।