মারা গেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত। রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।
এক যৌথ বিবৃতিতে মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনে খবরটি জানিয়ে লিখেছেন, ‘আমাদের প্রিয় আই [মা] স্নেহলতা আর নেই। আজ [গতকাল] সকালে প্রিয়জনের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। গতকাল বিকেলে মুম্বাইর ওরলি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য হয়।
চার ভাইবোনের মধ্যে মাধুরী সবার ছোট। অভিনেত্রীর ক্যারিয়ারে প্রথম দিন থেকেই মা স্নেহলতা দেবী ছিলেন তাঁর ছায়াসঙ্গী। শুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি। উল্লেখ্য, গত বছরের জুনে ধুমধাম করে মায়ের ৯০তম জন্মদিন পালন করেন মাধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আই। সবাই বলে, একজন মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। আমার কাছে সবচেয়ে বড় উপহার তুমি। তোমার দীর্ঘায়ু কামনা করি।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস