বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সুইসাইড নোট শেয়ার করেন তিনি। ওই নোটে অভিনেত্রী লেখেন, আমি পায়েল ঘোষ। আমি যদি আত্মহত্যা বা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাই, এর দায় কে নেবে?
এরপর পায়েল আরেকটি পোস্টে লেখেন, ওসিবারা থানা থেকে আমার বাড়িতে পুলিশ এসেছিল। আমার কিছু হয়ে গেলে কেউ বাঁচবে না। আমার সাইকোথেরাপিস্টকে জিজ্ঞেস করুন যে আমি কী যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। আমি সুশান্ত নই। আমি পায়েল ঘোষ। আমি মরলে সবাইকে ফাঁসিয়ে তবে মরব।
২০২০ সালে চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে আলোচনায় আসেন অভিনেত্রী পায়েল ঘোষ। ওই সময় তিনি জানান, ২০১৩ সালে পায়েল যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ওই ঘটনার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছেন। পায়েল দক্ষিণি ছবিতে কাজ করেছেন। ২০১৭ সালে ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস