বিনোদন

পার্লারে গিয়ে মুখ পুড়লো বিপাশার


হেয়ার স্টাইলিস্টের অসাবধানতার জন্য বিপাশা বসুর
হাত এবং মুখের কিছু অংশ পুড়ে গেছে।
ভৌতিক সিরিয়াল 'ডর সবকো লাগতা হ্যায়' এর
শ্যুটিংয়ের জন্য তৈরি হওয়ার সময় এ ঘটনা ঘটে
বলে এক টুইট বার্তায় জানান বিপাশা বসু।
নিজের টুইটারে বিপাশা বলেন, দিনের প্রথম
শ্যুট শুরু করলাম হাত এবং মুখ পোড়া অবস্থায়।
অসাবধনতার জন্য হেয়ার স্টাইলিস্টের হাত
থেকে ফসকে যায় গরম মেশিনটি। কিন্তু
ভাবলেশহীণ অবস্থায় ছিল হেয়ার স্টাইলিস্ট।
এদিকে টুইট করার কিছুক্ষণ পরই টুইটটা মুছে দেন
বিপাশা। তবে ওই হেয়ার স্টাইলিস্টের ছবিসহ একটি
পোস্ট করেন ইনস্টাগ্রামে।
হেয়ার স্টাইলিস্ট ভাবলেশহীন থাকার জন্যই বিপাশা
ছবিসহ ইনস্টাগ্রামে পোস্ট দেন।