গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ে-সন্তানের খবর প্রকাশ্যে এলে চারদিকে বিতর্কের ঝড় ওঠে। শাকিব তখন স্পষ্টভাবেই বুবলীকে নিজের জীবনের অতীত বলে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনও ওঠে।
আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না হলেও শাকিব খান ও বুবলীকে আর একসঙ্গে কোথাও দেখা যায়নি। তবে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আবারও একত্রে আনলো তাদের। মঙ্গলবার (২১ মার্চ) ছিল বীরের তৃতীয় জন্মদিন। এদিন পারিবারিক আয়োজনে ছেলের জন্মদিন উদযাপন করেন শাকিব-বুবলী দুজনই।
বীরের জন্মদিনে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাকিব-বুবলী দুজনই শুভেচ্ছা জানান। পরবর্তীতে রাতে শাকিবের গুলশানের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়া, শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে ছোট্ট বীরের জন্মদিন উদযাপনে মেতে ওঠেন।
বীরের জন্মদিন উদযাপনের পারিবারিক ছবিগুলো ফেসবুকে আপলোড দিয়েছেন শবনম বুবলী। ক্যাপশনে লিখেছেন, পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত। শাকিব-বুবলীকে একসঙ্গে দেখে ওই পোস্টের কমেন্টবক্সে বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এ জুটির প্রতি ভালোবাসা জানান।
এলএবাংলাটাইমস/এজেড