'তালি' বাজাচ্ছেন সুস্মিতা সেন! চোখে দৃপ্ত ভাব, কপালে বড় টিপ, পরনে শাড়ি। রূপান্তরকামী শ্রী গৌরী সাওয়ান্তের চরিত্রে 'তালি' ছবিতে সুস্মিতা সেনের লুক ভাইরাল হয়েছিল। সম্প্রতি হার্টের সমস্যা কাটিয়ে ফ্যাশন প্যারাডেতে হেঁটে অভিনেত্রী বার্তা দিয়েছিলেন তার সুস্থতার।
বিশ্ব ট্র্যান্সজেন্ডার দিবসে শ্রীগৌরী সাওয়ান্তের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।সেখানে 'তালি' বাজিয়ে দিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা। একটি গোষ্ঠীর সমবেত হয়ে রুখে দাঁড়ানোর বার্তা। অস্তিত্বের লড়াই। সেই সব গল্প নিয়েই তৈরি সিনেমা 'তালি'। যার ট্রেলর মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস