বিনোদন

ঢাকায় আরবাজ খান, সালমানের আগমন ইঙ্গিত

মধ্য রমজানে ঢাকায় পা রাখলেন বলিউড সুপারস্টার সালমান খানের মেজ ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান। উদ্দেশ্য- সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ। এরপর হাত তুলে শুভেচ্ছা জানান ঢাকাবাসীকে। আরবাজ খান জানালেন, এটি তার দ্বিতীয় ঢাকা সফর। এর আগেও একবার তিলোত্তমা ঢাকায় এসেছিলেন। তবে সেটার দিন-তারিখ-তথ্য আপাতত খোলাসা করেননি। অনুষ্ঠানস্থলে হাজির হয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখপ্রকাশও করেন আরবাজ। কারণ তার আসতে অনেকখানি বিলম্ব হয়েছিল। এ বিষয়ে তারকার ভাষ্য, ‘আমি আজ (৭ এপ্রিল) সকালের ফ্লাইটে ঢাকায় এসেছি। বিকালের দিকে কিছুটা অসুস্থ বোধ করছিলাম। সে কারণে আসতে একটু দেরি হয়ে গেলো। এজন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি আপনাদের ইফতার দারুণ হয়েছে।’ বাংলাদেশে এসে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে আরবাজ খান বলেন, ‘এই দেশে আসার অনুভূতি অসাধারণ। আমি কয়েক বছর আগেও এসেছিলাম কাজের সূত্রে। এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি। আশা করছি পরবর্তীতে আসলে আরেকটু বেশি সময় নিয়ে আসবো, যাতে এই দেশটা ঘুরে দেখতে পারি।’ স্বাভাবিকভাবেই সালমান খানের প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের ভক্তদের জন্য বলিউড ভাইজান কি কোনও বার্তা দিয়েছেন? আরবাজের জবাব, ‘ব্যস্ততা কাটলে আশা করি সালমান একদিন এখানে আসবে। আসলে সালমান নিজেও বলেছে, তার ভালোবাসা যেন আপনাদের পৌঁছে দেই। খুব দ্রুত কোনও সময়ে সে আসবে এই দেশে। ’ভিনদেশি তারকার মুখে বাংলায় কিছু শোনার বায়না থাকে সবারই। ব্যতিক্রম ঘটেনি আরবাজ খানের ক্ষেত্রেও। আবদার রেখে অভিনেতা-প্রযোজক বাংলাতে শোনালেন একটি বাক্য- ‘আমি তোমাকে ভালোবাসি।’ এরপর ইংরেজিতে বললেন, ‘আপনারা আরও শুনতে চান? কিন্তু আমি এটুকুই জানি। মনে হয় এটা যথেষ্ট। এটাই সবচেয়ে সুন্দর কথা।’ এলএবাংলাটাইমস/এজেড