বিনোদন

রানী মুখার্জি আবারো হাসপাতালে

প্রথমবারের জন্য মা হতে যাচ্ছেন
বলিউডের এক সময়ের সাড়া জাগানো
অভিনেত্রী রানী মুখার্জি। শতভাগ
নিরাপদে যেন সন্তান প্রসব করতে
পারেন, সেজন্যই আবারো হাসপাতালে
ভর্তি হয়েছেন তিনি।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, তেমন
কোনো শারীরিক জটিলতা নেই। তবুও
বাড়িতে থাকতে চাইছেন না
সন্তানসম্ভবা রানী।
নতুন অতিথির জন্য নতুন সাজে সেজে
উঠছে চোপড়া বাড়ি। ধুলা-ময়লার মধ্যে আর
ঝুট ঝামেলা পোহাতে চাইছেন না রানী।
তাই আপাতত মুম্বাইয়ের হিন্দুজা
হাসপাতালেই থাকছেন তিনি।
এ প্রসঙ্গে রানী মুখার্জি বলেন, 'জীবনে
প্রথম মা হওয়ার সময় সব নারীরাই একটু বেশি
সচেতন থাকেন। আমিও এর ব্যতিক্রম নই।
কোনো রকম সমস্যা ছাড়াই আমার সন্তান
পৃথিবীতে আসুক- এমনটাই প্রত্যাশা করছি।
আমার অনাগত সন্তানের জন্য সবার কাছে
আশীর্বাদ কামনা করছি।'
উল্লেখ্য, ক'দিন আগেও তিনি হাসপাতালে
ভর্তি হয়েছিলেন।