জনপ্রিয় আইরিশ রক ব্যান্ড দ্য স্ক্রিপ্টের সহ-প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট মার্ক শিহান মারা গেছেন। আজ শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মার্ক শিহান মারা যান বলে তার ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। শিহানের বয়স হয়েছিল ৪৬ বছর। ভোকালিস্ট ড্যানি ও'ডনোগহিউ ও ড্রামার গ্লেন পাওয়ারের সঙ্গে যৌথভাবে ২০০১ সালে 'দ্য স্ক্রিপ্ট' ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন মার্ক শিহান।
ব্যান্ডদলটির সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্ক শিহান একজন দারুণ স্বামী, বাবা, ভাই, ব্যান্ড সদস্য ও বন্ধু ছিলেন। বিবৃতিতে ভক্তদের প্রতি শিহানের পরিবার ও তার ব্যান্ডদলের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস