ইদানিং তাঁকে নাকি বেশ সম্মান দিচ্ছে বলিউড।
বদলে যাচ্ছে তাঁর প্রতি ব্যবহারও। এমনটাই
মনে করছেন সানি লিওন। শেষ পর্যন্ত পর্ন
তারকার ইমেজ ঝেড়ে ফেলে
অভিনেত্রীর মর্যাদাও নাকি পাচ্ছেন তিনি।
সানির কথায়, আগে আমি আর আমার বর
ড্যানিয়েল যেখানেই যেতাম লোকে
আমাদের অন্য নজরে দেখত। কিন্তু এখন
অবস্থাটা বদলেছে।
২০১২-তে ‘জিসম-২’ দিয়ে বি-টাউনে ডেব্যু
হয় তাঁর। কিন্তু অধিকাংশ মানুষই তাঁকে পর্ন তারকার
বাইরে কিছু ভাবতে পারতেন না। অবশ্য এ
জন্য কাউকে দোষ দিতে চান না নায়িকা। আমি
আসলে কারো সঙ্গে মিশতে পারতাম না।
কোনও পার্টিতে যেতাম না। ভীষণ লাজুক
ছিলাম। তাই লোকে যে আমাকে ভুল বুঝত
তার দোষটা বোধহয় আমারই- জানিয়েছেন
সানি।
তিন বছরে পাঁচটা ছবি করেছেন। কিন্তু কারও
কাছে গিয়ে কাজ চাইতে হয়নি। তিনি নাকি
একেবারেই ‘পি-আর’এ দক্ষ নন। সানির কথায়,
আমার ছবি ভাল চলছে শুনলে অবশ্যই ভাল
লাগে। কিন্তু প্রযোজকদের টাকা ফেরত
দেওয়া আমার প্রথম দায়িত্ব। সব মিলিয়ে নায়িকা
এটা বুঝতে পারছেন অপেক্ষা আর
পরিশ্রমের কারণে তাঁরে ফেরাননি দর্শক।
সূত্র: আনন্দবাজার
বদলে যাচ্ছে তাঁর প্রতি ব্যবহারও। এমনটাই
মনে করছেন সানি লিওন। শেষ পর্যন্ত পর্ন
তারকার ইমেজ ঝেড়ে ফেলে
অভিনেত্রীর মর্যাদাও নাকি পাচ্ছেন তিনি।
সানির কথায়, আগে আমি আর আমার বর
ড্যানিয়েল যেখানেই যেতাম লোকে
আমাদের অন্য নজরে দেখত। কিন্তু এখন
অবস্থাটা বদলেছে।
২০১২-তে ‘জিসম-২’ দিয়ে বি-টাউনে ডেব্যু
হয় তাঁর। কিন্তু অধিকাংশ মানুষই তাঁকে পর্ন তারকার
বাইরে কিছু ভাবতে পারতেন না। অবশ্য এ
জন্য কাউকে দোষ দিতে চান না নায়িকা। আমি
আসলে কারো সঙ্গে মিশতে পারতাম না।
কোনও পার্টিতে যেতাম না। ভীষণ লাজুক
ছিলাম। তাই লোকে যে আমাকে ভুল বুঝত
তার দোষটা বোধহয় আমারই- জানিয়েছেন
সানি।
তিন বছরে পাঁচটা ছবি করেছেন। কিন্তু কারও
কাছে গিয়ে কাজ চাইতে হয়নি। তিনি নাকি
একেবারেই ‘পি-আর’এ দক্ষ নন। সানির কথায়,
আমার ছবি ভাল চলছে শুনলে অবশ্যই ভাল
লাগে। কিন্তু প্রযোজকদের টাকা ফেরত
দেওয়া আমার প্রথম দায়িত্ব। সব মিলিয়ে নায়িকা
এটা বুঝতে পারছেন অপেক্ষা আর
পরিশ্রমের কারণে তাঁরে ফেরাননি দর্শক।
সূত্র: আনন্দবাজার