শুক্রবার দিনটা অনিল কাপুরের ক্ষেত্রে অন্যভাবে শুরু হয়েছিল। ৯ জুন তার মেয়ে সোনম কাপুরের জন্মদিন। সন্তানের জন্মদিন যে কোনো বাবার কাছে আনন্দের হলেও শুক্রবার মন খারাপের মধ্যে দিয়েই কেটেছে অনিল কাপুরের। মেয়ের জন্মদিনে তাই একটি চিঠি লিখলেন তিনি।
আসলে এই মুহূর্তে স্বামী আনন্দ অহুজার সঙ্গে লন্ডনে রয়েছেন সোনম। সঙ্গে রয়েছে পুত্র বায়ু। গত বছর আগস্ট মাসে মা হয়েছেন সোনম। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই বাবার থেকে অনেকটা দূরে রয়েছেন মেয়ে।
তাই মনের কথা খুলে বলতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন অনিল কাপুর। তিনি লিখেছেন, ‘আমার হৃদয়ের একটা বড় অংশ আজকে লন্ডনে রয়েছে এবং আমি ওকে খুব মিস করছি। সোনম, তুমি না থাকলে আমাদের বাড়িটা খালি মনে হয়। তোমাকে, আনন্দকে এবং আমাদের প্রিয় বায়ুকে খুব মিস করছি।’
তিনি আরও লিখেছেন, ‘তোমাকে মনে করতে তোমার সবচেয়ে প্রিয় কাজটাই আমি করছি— শুটিং ফ্লোরে রয়েছি। খুব জলদি ফিরে এসো।’ বাবার এই আবেগঘন পোস্ট দেখে উত্তর দিতে ভোলেননি সোনম। তিনি অনিলের উদ্দেশে লিখেছেন, ‘বাবা, আমি তোমাকে ভালবাসি।’
সোনমের জন্মদিনে অভিনেত্রীর বলিউড সতীর্থদের মধ্যে অনেকেই তাকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার পর ছেলেকে বড় করে তুলতেই মনোনিবেশ করছেন সোনম। তাই দীর্ঘ সময় তিনি বড় পর্দা থেকে দূরে রয়েছেন।
সূত্র: আনন্দবাজার
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস