বর্তমানে মাতৃত্বকালীন সময় পার করছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ। অবশ্য প্রথম থেকেই প্রশ্ন ছিল— ইলিয়ানার সন্তানের বাবা কে? যদিও এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা। যার কারণে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাকে। তবে এবার সব বিতর্ককে এক পাশে রেখে সন্তানের বাবার ছবি প্রকাশ্যে আনলেন ইলিয়ানা।
সম্প্রতি সমুদ্রসৈকতে বেবিমুন উপভোগ করছেন ইলিয়ানা। বেবিমুনে গিয়ে নিজের ও প্রেমিকের হাতের আংটির ছবি পোস্ট করেন ইলিয়ানা।
ইলিয়ানা তার ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেটি একটি সাদাকালো ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি পুরুষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি আবছা হলেও, এই পোস্টে ইলিয়ানার ভালোবাসা একেবারে স্পষ্ট।
তিনি লেখেন— ‘অন্তঃসত্ত্বা হওয়াটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আমি খুবই ভাগ্যবতী যে এই অপূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমার ভেতরে যে প্রাণ বড় হচ্ছে সেই অনুভূতিটা অসাধারণ।’
এই পোস্টে ইলিয়ানা আরও লিখলেন, ‘আমার পাশে যে পুরুষ মানুষটিকে পেয়েছি, সে শক্ত করেছে আমার মনকে। পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন আমি কেঁদেছি তখন চোখ মুছিয়েছে, হাসিয়েছে আমায়। তাই সব কঠিন সময়ই আমার কাছে সহজ লাগতে শুরু করেছে।’ ইনিই কি তা হলে ইলিয়ানার হবু সন্তানের বাবা? অন্তঃসত্ত্বা অবস্থাতেই কী তা হলে বাগদান সারলেন তিনি?
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস