ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। ২৫ মে দ্বিতীয়বার বিয়ে করেন ৫৭ বছর বয়সি এই অভিনেতা। এ বিয়ে নিয়ে নানা বিতর্কের মুখে পড়েন, একাধিকবার এসবের জবাবও দেন। সব বিতর্ক পেছনে ফেলে মধুচন্দ্রিমায় গেলেন নবদম্পতি। প্রথম স্ত্রী পিলু বিদ্যার্থীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আসামের পোশাকশিল্পী রূপালি বড়ুয়াকে বিয়ে করেন আশিষ বিদ্যার্থী।
বৃহস্পতিবার আশিষ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে একটি বাসে বসে আছেন আশিষ-রুপালি। দু’জনের মাথায় ট্র্যাভেল হ্যাট। আশিষের পরনে হলুদ রঙের শার্ট। তার পাশের সিটে গোলাপি পোশাকে রুপালি। এ ছবির ক্যাপশনে লিখেছেন— ‘প্রিয় বন্ধুরা, তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
পোস্টে নবদম্পতিকে শুভেচ্ছা জানান ভক্তরা, অনুরাগীরাও। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের দেখেও ভালো লাগছে।’ আবার কেউ কেউ বললেন, ‘সুন্দর! একসঙ্গে ভালো থাকুন।’ কেউ লিখেছেন, ‘আপনাদের নতুন পথচলা শুভ হোক।’ ছবিটি দেখে কেউ কেউ অনুমান করছেন সিঙ্গাপুরে মধুচন্দ্রিমায় গিয়েছেন এ দম্পতি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস