সংগীতের পণ্ডিত বারীণ মজুমদারের যোগ্য উত্তরসূরি শুভাশিস মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। বাবার প্রতি বাপ্পার আবেগ ও শ্রদ্ধা বরাবরই প্রকাশ পায় তার সোশ্যাল হ্যান্ডেলে।
তবে এবার সেটি প্রকাশ হলো গানের মাধ্যমে। তিনি গাইলেন বাবাকে নিয়ে বিশেষ একটি গান।
রোববার বিশ্ব বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে অন্তর্জালে। ‘আদর্শ খোলা বই’ শিরোনামের গানটিতে তিনি শুধু কণ্ঠই দেননি, এর সুর-সংগীতও করেছেন বাপ্পা নিজেই।
পৃথিবীর আলো তুমি দেখিয়েছিলে/ শিখিয়েছিলে কী কথা হয় বলতে/ কিভাবে হয় চলতে...। এমন কথার গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কবির বকুল।
গানটি প্রসঙ্গে বাপ্পার ছোট্ট প্রতিক্রিয়া এমন- ‘বাবার প্রতি শ্রদ্ধা। সকল বাবার প্রতি শ্রদ্ধা।’
গানটির স্টুডিও ভিডিও নির্মাণ করেছেন নূর হোসেন হীরা। নির্মাণ ও প্রকাশ হয়েছে আরটিভি মিউজিকের ব্যানারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস