মালদ্বীপে বেড়াতে গেছেন শরীফুল রাজ। কয়েকটা দিন সেখানে নিজের মতো করে কাটিয়ে তারপর দেশে ফিরবেন তিনি। এদিকে একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছেন পরীমণি। ঈদের আগে নানা অসুস্থ, আর ঈদের আনন্দ শেষ হতে না হতেই অসুস্থ হয়ে পড়েছেন ছেলে রাজ্য। তাই পরীমণির ঈদের আনন্দ উদযাপনের পরিবর্তে কেটেছে উৎকণ্ঠায়।
রোববার বিকালে চিত্রনায়িকা পরীমণি জানান, রাজ্য অসুস্থ। তাকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি।হাসাতালে দৌড়েরর মধ্যেই পরীমণি রাজ্য ও নানাকে নিয়ে ঈদ উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন সোমবার। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঈদের ছবি!’ সঙ্গে জুড়েছেন লাল রঙ্গে লাভ ইমোজি।
পরীমনি বললেন, ‘ও তো যা খুশি করছে। নিজের মতো করেই চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী! তবে একটি বারের জন্যও সে ছেলের খোঁজ নেয়নি। ২০২১ সালে ১৭ অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেন পরীমণি। গত বছরের ১০ জানুয়ারি ফেসবুক পোস্টে গোপন বিয়ের খবর জানান। একই পোস্টে পরীমণি জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন।
২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ১০ আগস্ট এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় পুত্র রাজ্য।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস