সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কোটিলার্ড। নাম ‘লা ট্যুর ডি গ্লেস’। এটি পরিচালনা করছেন লুসিল হাডজিহালিলোভিক। এর আগে ২০০৪ সালে এ পরিচালকের ‘ইনোসেন্স’ সিনেমায় অভিনয় করেছিলেন মারিয়ন। মার্কিন বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ফরাসি ভাষার এ সিনেমার গল্প কিশোর অনাথ জিনকে ঘিরে।
১৯৭০ সালে সে প্যারিসের এক পাহাড়ি গ্রামে ‘দ্য স্নো কুইন’ সিনেমার তারকা ক্রিস্টিনাকে খুঁজে পায়, যে জিনকে নিজের কাছে রেখে দেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এ সিনেমায় তুষারের রানীর ভূমিকায় অভিনয় করবেন মারিয়ন কোটিলার্ড। জানা গেছে আগামী বছরের শুরুতে সিনেমাটির চিত্রায়ণ হবে। নতুন এই ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মারিয়ন বলেন, ‘এটিকে আমি নির্মাতা ও অভিনয়শিল্পীর প্রত্যাবর্তন বলব।’
মারিয়ন কোটিলার্ড একাধারে গায়িকা, গীতিকার ও পরিবেশবাদী। তিনি ২০০৭ সালে ফরাসি সিনেমা ‘লা ভি অঁ রোজ’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। তিনি একাডেমি, বাফটা, গোল্ডেন গ্লোবের পাশাপাশি দু’বার সেজার, একবার করে লুমিয়ের ও ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন। ২০১৪ সালে সর্বোচ্চ আয়কারী ফরাসি অভিনেত্রী হন তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস