দুই বছর হয়েছে বিয়ের। স্বামী ভিকির সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। এ সময়ে বেশ কয়েকবার মা হওয়ার গুঞ্জন রটেছে এই অভিনেত্রীর নামে। ইদানীং শোনা যাচ্ছে, বিজয় সেতুপতির সঙ্গে ‘ক্রিসমাস’ ছবির শুটিং শেষ করেই সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন এই দম্পতি।
এদিকে সালমান খানের সঙ্গে ‘টাইগার-৩’ ছবির শুটিংও বাকি রয়েছে। ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের সঙ্গে ক্যাটরিনার অভিনয় করার কথা চলছে।
ক্যাটরিনা জানিয়েছিলেন, এ ছবির শুটিং শেষ করে তারপর তিনি মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও সেই ছবি এখন বাক্সবন্দি হয়ে গিয়েছে। তাহলে কি শিগগিরই কোনো সুখবর দেবেন ক্যাটরিনা।
৪০তম জন্মদিনের আগেই ভিকির সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। তবে কোথায় গিয়েছেন দুজনে, তা জানা যায়নি।
২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তারপর থেকে বিভিন্ন সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেছে। এবারের ঈদে সালমান খানের বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন ক্যাটরিনা। তখন আবার মা হওয়ার গুজব রটে। সেসবে পানি ঢালেন ক্যাটরিনা নিজেই। তবে শোনা গেছে, সন্তান নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন অভিনেত্রী।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস