বলিউডে আর্থিক প্রতারণার বিষয়ের খবর হরহামেশাই পাওয়া যায়। এবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। ব্যবসায় টাকা বিনিয়োগ করতে ১ কোটি ৫৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি) প্রতারণার শিকার হয়েছেন তিনি। এজন্য পুলিশের দ্বারস্থ হয়ে মামলা করেছেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, শুক্রবার স্ত্রী প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়ে সঞ্জয় সাহা ও নন্দিতা সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেন বিবেক। পুলিশের ভাষ্য, বিবেক অভিযোগ করেন- ২০২০ সালের জুলাই মাসে তিনি রাধিকা নন্দার প্ররোচনায় ১ কোটি ৫৫ লাখ রুপি প্রযোজনা সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন। কিন্তু দুই বছর পর ২০২২ সালের এপ্রিলে এক কর্মকর্তার কাছে তিনি জানতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। ব্যবসার জন্য তার দেওয়া এই অর্থ সঞ্জয় সাহা তার মা নন্দিতা সাহার জীবন বিমাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে খরচ করেছেন।
২০১৭ সালে একটি ব্যবসা শুরু করেছিলেন অভিনেতা। বিবেক জানিয়েছেন, সেই ব্যবসা মোটামোটি ভালই চলছিল। সেই সংস্থার নাম ছিল ওবেরয় অর্গ্যানিক্স। প্রথমে তিনি একাই ব্যবসা চালু করেছিলেন। কিন্তু পরবর্তীতে ব্যবসা লাভ পাওয়ায় তা আরও বাড়ানোর পরিকল্পনা করেন বিবেক। যুক্ত করেন আরও ২ অংশীদারকে। ওবেরয় অর্গ্যানিক্স বন্ধ করে, অনিন্দিতা এন্টারটেনমেন্ট নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খোলেন ওই দুই অংশীদের সঙ্গে মিলে।
২০২০ সালে একটি চুক্তির মাধ্যমে সমস্ত শেয়ার নতুন কোম্পানির নামে হস্তান্তর করে দেন বিবেক। সেই সময় নাকি কারচুপির কিছুই বুঝতে পারেননি। ২ বছর পর তিনি বুঝতে পারেন, যে সমস্ত অর্থ তিনি ওই নতুন সংস্থার উন্নতির কাজে বিনিয়োগ করেছেন, সেই অর্থকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন কোম্পানির বাকি ২ অংশীদার। বিষয়টা নিয়ে অবগত হতেই তড়িঘড়ি পুলিশের সাহায্য নেন বিবেক।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস