বিনোদন

“এক সাথে জীবন কাটাব “

আজ ৫ জানুয়ারি ৩০ বছরে পা রাখলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। জন্ম দিবসের সকাল থেকেই শুভেচ্ছা ও বিভিন্ন উপহার পাচ্ছেন বলিউডের এই জনপ্রিয়তা তারকা। কিন্তু সবচেয়ে বড় উপহার বুঝি রণবীরের একটি বাক্যই। জন্মদিনে রণবীর দীপিকাকে উদ্দেশ করে বললেন, 'আমরা দুজন একসঙ্গে জীবন কাটাব'।

রণবীর বলেন, 'আমি এই আশা নিয়েই বেঁচে থাকতে চাই, দীপিকার সঙ্গে আমার সম্পর্কের একটা ভালো পরিণতি হবে।' তবে ভারতের জ্যোতিষীরা বলছেন, ২০১৬ সালে রণবীর সিংহের সঙ্গে দীপিকার সম্পর্কটা আরও ঘনিষ্ঠতায় রূপ নেবে। তবে সেটা বিয়ে পর্যন্ত গড়াবে না।

এদিকে জন্মদিনে দীপিকাও রণবীরের বক্তব্যে আপ্লুত হয়ে একসাথেই জীবন কাটানোর ইঙ্গিত দিয়েছেন