বিনোদন

সন্তানদের নিয়ে ‘কুংফু পান্ডা ৩’তে জোলি

‘কুংফু পান্ডা ৩’ অ্যানিমেশন সিনেমায় কণ্ঠ দিয়েছেন
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এছাড়াও
তার সন্তানদের মধ্যে প্যাক্স (১২), জাহারা (১০), শিলহ
(৯) ও নক্সও (৭) এই সিনেমায় কণ্ঠ দিয়েছে।
ই-অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে,
সিনেমাতে ‘টাইগ্রিস’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন
জোলি। অন্যান্য ছোট পান্ডার চরিত্রে কণ্ঠ
দিয়েছে তার সন্তানরা।
জোলির প্রতিনিধি বলেছেন, জোলি সন্তানরা
ছবিতে কিছু জায়গায় কণ্ঠ দিয়েছে।
‘ইন্টারটেইমেন্ট টুনাইট’কে জোলি বলেছেন,
তারা (সন্তানরা) অভিনয় করতে চায়নি। কিন্তু আমি
তাদের এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। তারা
এখানে এসেছে এবং অনেক মজা করেছে।