বিনোদন

চিত্রনাট্যকার ও পরিচালক টেরেন্স ডেভিস মারা গেছেন

ব্রিটিশ চিত্রনাট্যকার ও পরিচালক টেরেন্স ডেভিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, উত্তর পূর্ব ইংল্যান্ডের লিভারপুলে নিজের বাড়িতেই শনিবার অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। খ্যাতিমান এই চিত্রনাট্যকারের জন্ম ও বেড়ে ওঠা লিভারপুলেই। সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরুর সময়ে ‘চিলড্রেন’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ এবং ‘ডেথ অ্যান্ড ট্রান্সফিগারেশন’ সিনেমা দিয়ে নিজেকে তুলে ধরেছিলেন ডেভিস। ‘ডিস্ট্যান্ট ভয়েস’ ও ‘স্টিল লাইভস’ এর মত চলচ্চিত্র দিয়ে খ্যাতি পেয়েছিলেন তিনি। ডেভিসের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে নেটফ্লিক্স ড্রামা ‘বেনেডিকশন’। এতে অভিনয় করেছেন গত বছরের সিনেমা ‘স্লো হর্সেস’ অভিনেতা জ্যাক লোডেন এবং সায়েন্স ফিকশন টেলিভিশন সিরিজ ‘ডক্টর হু’ এর অভিনেতা পিটার কাপালডি। এলএবাংলাটাইমস/আইটিএলএস