বিনোদন

বাপ্পির সঙ্গে আঁচল-মিম

এবার বাপ্পির সঙ্গে ‘দাগ’ নামের একটি ছবিতে জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা আঁচল ও বিদ্যা সিনহা মিম।

তারেক শিকদারের পরিচালনায় এ ছবির কাজ ফেব্রুয়ারিতেই শুরু হবে। প্রথমে এতে বাপ্পির বিপরীতে পরীমনির অভিনয় করার কথা থাকলেও তার শিডিউল না থাকার কারণে অন্য নায়িকাকে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।


মিম এর আগে বাপ্পির সঙ্গে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।


নতুন ছবি ‘দাগ’ নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, এ ছবিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে আমাকে অভিনয় করতে দেখা যাবে। এখানে আমার চরিত্রের নাম সোহানা।


প্রথমবার চিত্রশিল্পীর চরিত্রে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছি। গল্পে দেখা যাবে, আমার আঁকা একটা ছবি দেশের বাইরে দেখতে পায় বাপ্পি।


এরপর সে ছবিটির চিত্রশিল্পীকে খুঁজতে শুরু করে। সোহানার সঙ্গে একসময় দেখাও হয় তার। এভাবেই ছবির গল্পটি এগিয়ে যাবে।


পরিচালক তারেক শিকদার জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিলেটে ছবির কাজ শুরু হবে। এ ছবিতে বাপ্পি ও মিমের পাশাপাশি অভিনয় করবেন আঁচল।


কামাল আহমেদের গল্প থেকে ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন বিশিষ্ট গীতিকার রফিকুজ্জামান।

আঁচল বলেন, ছবিতে আমার চরিত্রটি একটু ভিন্ন। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।


‘দাগ’ ছবিতে মোট পাঁচটি গান থাকছে। এরই মধ্যে কনকচাঁপা, কনা, আতিক হাসান ও ইমরানের কণ্ঠে তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।


এ ছাড়া আগামী সপ্তাহে একটি আইটেম গানের রেকর্ডিং হবে। গানটিতে কণ্ঠ দেবেন লেমিস। সব গানের সংগীতায়োজন করবেন আলী আকরাম শুভ।


ছবিতে আরো অভিনয় করবেন অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সেলিম রেজা প্রমুখ।