বিনোদন

‘রূপ কথা’র অতিথি অপু বিশ্বাস

নিজের রূপের গল্প শোনাবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা ২০মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সৌন্দর্যচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘স্যান্ডালিনা রূপ কথা’।

অনুষ্ঠানের প্রতি পর্বে একজন তারকা তার সুন্দর থাকার রহস্য ও রূপের পরিচর্যার কথা দর্শকদের জানান।

এবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি জানাবেন তার রূপের গোপন রহস্য। তারকাদের সুন্দর থাকার গল্প ছাড়াও এতে থাকছে ত্বকের পরিচর্যার জন্য বিউটি প্যাক, যা তৈরি করে দেখাবেন রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা।

আর শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য থাকছে বিশেষ এক্সারসাইজ। অপর্ণার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা।