বিনোদন

সিলেটে ‘করিম উৎসব’ শুরু

বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে তিন দিনব্যাপী ‘করিম উৎসব’ শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি আসাদুজ্জামান নূর বুধবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের উদ্যোগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও সিলেট উৎসব কমিটির ব্যবস্থাপনায় করিম উৎসবে বিকেল থেকে তার অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

মঞ্চে পারফর্ম করছেন― বাউলশিল্পীরা, তারা গেয়েছেন বাউল করিমের জনপ্রিয় গানগুলো।

তিন দিনব্যাপী ‘করিম উৎসবে’ যোগ দিতে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীরা সিলেটে অবস্থান করছেন। গান, নৃত্য, নৃত্যনাট্য, তথ্যচিত্র প্রদর্শনী ও জাতীয় পর্যায়ের প্রখ্যাত শিল্পী, বৃহত্তর সিলেটের খ্যাতিমান বাউলশিল্পী আর কলকাতার জনপ্রিয় লোকসংগীত দল দোহার অংশ নিচ্ছে।

সিলেট উৎসব কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন হাসান বান্না জানান, প্রতিদিন বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে। উৎসবে প্রতিদিনই হবে শত শিল্পীর কণ্ঠে বাউল করিমের গান, নৃত্য, নৃত্যনাট্য ও তথ্যচিত্র প্রদর্শনী।