বিনোদন

২৮ বছর পর ডিগ্রি

১৯৮৫-৮৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন দিল্লির হংসরাজ কলেজে।

কিন্তু এতটা সময় পেরিয়ে গেলেও সেই ডিগ্রি সংগ্রহ করেননি এ তারকা। অবশেষে ২৮ বছর পর তা করলেন।

মঙ্গলবার দিল্লিতে নিজের নতুন ছবি ‘ফ্যান’-এর শিরোনাম-সংগীতের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ।

সেখান থেকে হংসরাজ কলেজ খুব বেশি দূরে নয়। কলেজের অধ্যক্ষ এসে তাকে ডিগ্রির কাগজ তুলে দেন। ‘ফ্যান’ ছবিতে শাহরুখ অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। একজন সুপারস্টার আরিয়ান খান্না, অন্যজন তার অন্ধভক্ত গৌরব। এটাই তার কঠিন ছবিগুলোর মধ্যে অন্যতম জানিয়েছেন শাহরুখ।