বিনোদন

মুক্তি পেল ডেনিস ভিলেনিউভের ‘ডুন ২

তিন বছর আগে প্রথম কিস্তি মুক্তির পর থেকেই অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডেনিস ভিলেনিউভের ‘ডুন ২’। মুক্তির পরই দলে দলে প্রেক্ষাগৃহে ছুটেছেন ভক্তরা। মুক্তির পর বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ছবিটি। সিনেমার প্রাণভোমরা পল অট্রেডেস চরিত্রটি, প্রতিশোধের নেশায় মরিয়া সে। তার পরিবারকে যারা হত্যা করেছে, দলবল নিয়ে তাদের শিক্ষা দিতে চায় পল। এই নিয়ে এগিয়েছে দ্বিতীয় কিস্তির গল্প। সিনেমাটি তৈরি হয়েছে ফ্রাঙ্ক হারবার্টের একই নামের বিশ্বখ্যাত উপন্যাস অবলম্বনে। পল চরিত্রে অভিনয় করেছেন হালের আলোচিত তরুণ অভিনেতা টিমোথি শ্যালামে, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জেনডায়া, রেবেকা ফার্গুসন, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পিউ, লি সেডক্সের মতো তারকাদের। মুক্তির পর প্রথম দিন থেকেই বক্স অফিসে ভালো করছে ‘ডুন ২’, জুটছে সমালোচকদের প্রশংসাও। সমালোচকেরা বলছেন, পরিচালক যেভাবে গল্পের সঙ্গে অ্যাকশন, আবহ সংগীত মিলিয়ে দৃশ্যকল্প তৈরি করেছেন, সেটা মনে রাখার মতো। গত বছরটা ছিল মার্ভেল সিনেমার জন্য দুঃস্বপ্নের মতো। প্রেক্ষাগৃহগুলো সেভাবে ব্যবসাও করতে পারেনি। মনে করা হচ্ছে, ডুন ২-এ হলের মালিকেরা নতুন করে আশা পাবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস