বিনোদন

জাতীয় নেত্রী হচ্ছেন শাবনূর?

‘মন যারে চায়’ নামের নতুন একটি ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ছবিটির শুটিং শুরু হবে মে থেকে। এতে দেখা যাবে জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে এসে একসময় তিনি জাতীয় নেত্রী হয়ে যান। ছবিটির পরিচালক পি এ কাজল।


এর আগে একই পরিচালকের ‘এক টাকার বউ’ ও ‘আমার প্রাণের স্বামী’ ছবিতে অভিনয় করে দারুণ সাফল্য পান শাবনূর। ঋদ্ধি টকিজ প্রযোজিত এ ছবি দুটি বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়।


সাত বছর পর এই পরিচালকের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাবনূর। আরএস ইন্টারন্যাশনাল মুভিজের প্রযোজনায় ‘মন যারে চায়’ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করার কথা রিয়াজের।


শাবনূর বলেন, ‘নারীকেন্দ্রিক ছবিই করতে চেয়েছি সব সময়। এই ছবির গল্প ভালো লেগেছে। কামব্যাক ছবি হিসেবে এমন গল্পই খুঁজছিলাম।’


পরিচালক বলেন, ‘গল্পের নায়িকা শাবনূর জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে আসে। ঘটনাক্রমে একসময় জাতীয় নেত্রী হয়ে যায়। এই চরিত্রে শাবনূরের বিকল্প নেই। তিনিও কাজটি করতে রাজি হয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেব।’