বিনোদন

এফডিসি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

টানা পাঁচ মাস বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে সময়মতো টাকা না পাওয়ায় এফডিসির ২১২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন আটকে গেছে বলে জানান তাঁরা। তাই বেতন-ভাতার দাবিতে আজ এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে মানববন্ধন করেছেন ওই কর্মচারীরা। মানবন্ধনে অংশ নিয়ে এক নারী কর্মকর্তা বলেন, ‘আমাদের বাচ্চাদের স্কুল-কলেজের বেতন দিতে পারছি না। বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছুতেই সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস