বিনোদন

কৃষকের ঈদ আনন্দ

কয়েক বছর ধরে ঈদ উপলক্ষে নির্মাণ করা হয় কৃষকের ঈদ আনন্দ উৎসব। প্রত্যন্ত এলাকার কৃষকদের নিয়ে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সেই আনন্দ ভাগাভাগি করা হয় টেলিভিশন দর্শকদের সঙ্গে। কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে রংপুরের পীরগঞ্জের চৈত্রাকলে। গ্রামীণ আবহে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃষকের ঈদ আনন্দ এবার আরো জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলায়। আর বৈচিত্র্যপূর্ণ সব গল্পের বুনন তো রয়েছেই।

এবার খেলাধুলার জন্য রংপুর বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে প্রশ্নে নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘কৃষি আন্দোলনের ইতিহাসে সমৃদ্ধ রংপুর। যুগ যুগ ধরে এখানকার কৃষক নিজের অধিকারে হয়েছে সোচ্চার। কৃষক আন্দোলনের নেতা নূরুলদীন, দেবী চৌধুরানী কিংবা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মাটিতে ফসল ফলিয়ে আজকের কৃষক দূর করেছে মঙ্গাপীড়িত দুর্দিনের স্মৃতি। রংপুরের কৃষি ও কৃষক উঠে এসেছে বাংলার সাহিত্যে, ইতিহাসে। তাই এবার আমরা কৃষকের ঈদ আনন্দে খেলেছি এই অঞ্চলের কৃষকদের সাথে নিয়ে।’

‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস