বিনোদন

রিকশাওয়ালাদের গেম শো

কয়েক দিন আগেই এসেছে ট্রেলারটি। উপস্থাপকের চেয়ারে নীল হুরেরজাহান। তাঁর সামনের আসনে বসে আছেন একজন রিকশাওয়ালা। উপস্থাপকের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তিনি। তার সাবলীল উত্তরে সহজেই চোখ আটকে যায় যে কারো।

আজ জানা গেল ‘কাজের মানুষ’ নামে নতুন একটি রিয়ালিটি শোর ট্রেলার ছিল এটি। এই ঈদে সমাজের খেটে খাওয়া মানুষদের নিয়ে একটি গেম শো আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ। ‘কাজের মানুষ’ নামের এই গেম শোটির প্রচার শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। ভিন্ন রকমের এই গেম শোর প্রথম সিজন হচ্ছে নগরীর রিকশাওয়ালাদের নিয়ে। বিভিন্ন প্রশ্নের উত্তর, খেলা, গান, নাচসহ বিনোদনমূলক সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই চলেছে এই শো। প্রতিটি শোতে রয়েছে পয়েন্ট, রয়েছে একাধিক প্রতিযোগী। যার পয়েন্ট সবচেয়ে বেশি তিনিই হবেন বিজয়ী। টপ স্কোরার তিনজন পাবেন পুরস্কার একটি করে নতুন রিকশা।

সম্পূর্ণ নতুন এই শো নিয়ে বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “বঙ্গ সব সময়ই তার দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। ‘কাজের মানুষ’ সে রকমই একটা শো। এখানে আমরা সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের বিনোদনের জন্য একটি গেম শোর আয়োজন করেছি। সেখানে শুধু খেলা না, আমরা একাত্ম হয়েছি তাদের জীবনের সাথে। শুনেছি তাদের কথা, জেনেছি তাদের গল্প। তাই শুধু এটুকুই বলব যে সুখ, দুঃখ, হাসি, মজা, কান্না…সব মিলিয়ে ‘কাজের মানুষ’ খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। আশা করি ঈদের এই মৌসুমে আমাদের দর্শকদের শোটি খুব ভালো লাগবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস