বিনোদন

অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন না শাহরুখ খান

বলিউডের তিনি কিং। সবচেয়ে বেশি ধনী বলিউড তারকাদের মধ্যে তিনি একজন। তবে, সিনেমায় অভিনয়ের জন্য নাকি কোনো পারিশ্রমিক নেন না বলিউড বাদশা শাহরুখ খান। 

সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন, ‘আমি সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না। আমি শুধু বিভিন্ন পণ্যের দূত হওয়া এবং লাইভ অনুষ্ঠানের জন্য ফি নেই। সিনেমার ক্ষেত্রে আমি শুধু প্রযোজকদের বলি যদি সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করে তাহলে যা খুশি আমাকে দেবেন।’

সিনেমাকে ব্যবসা হিসেবে মানতে নারাজ শাহরুখ খান। তিনি আশা করেন তার সিনেমা দর্শক দেখবেন এবং খুশি হবেন।

গত ১৫ এপ্রিল মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ফ্যান। সিনেমাটি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। সিনেমায় পরিচালক মনীশ শর্মা তুলে ধরেছেন ২০ বছর বয়সি এক ভক্তের কাহিনি। যে কিনা সুপারস্টার আরিয়ান খান্নার একজন অন্ধ ভক্ত। গৌরব নামের এ ভক্তের খাওয়া, ঘুম, চলাফেরা এমনকি চেহারাও আরিয়ান খান্নার মতো।

আরিয়ান খান্না এবং গৌরব দুইটি চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।