ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারের মতো মারণরোগ থাবা বসালেও এতটুকুও ভেঙ্গে পড়েননি তিনি।
নিয়ম মেনে পালন করছেন রোজা। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী।
ইফতারের ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’
পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা।
মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের ছবি দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস