অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে গত শুক্রবার আরও একটি বিয়ের চমক ঘটলো। কাছাকাছি সময়ে জানা যায়, বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম হাসান সরকার নিজেই। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি। তাঁর স্ত্রীর প্রোফাইল থেকে জানা যায়, ফরিদপুরের মেয়ে আফসানা আক্তার প্রীতি পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
আফসানার সঙ্গে চার মাস ধরে শামীরের পরিচয়, এরপর পারিবারিকভাবে তাঁদের কথাবার্তা আগায়। দুই পরিবারের সম্মতিতে পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।
সংগীতাঙ্গনের পরিচিত মুখ আরাফাত মহসিন নিধি। সুরকার ও সংগীত পরিচালক নিধি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। তবে আবহসংগীতের কাজে তাঁর ব্যস্ততা বেশি। অন্যদিকে রাবা খান কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনয়ও করে থাকেন। চার বছরের প্রেমের সম্পর্ক শেষে গতকাল শুক্রবার বিয়ে করেছেন তাঁরা।
জানা যায়, গানের সূত্র ধরে সম্পর্কটি চার বছরের চুপি চুপি প্রেমের হলেও গতকাল শুক্রবার বিকেলে তা জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় গড়িয়েছে ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে, যেখানে ছিলেন নিধি-রাবা পক্ষের বন্ধু ও স্বজনেরা। ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানে পাওয়া গেছে নিধি ও রাবাকে। গানটির কথা লিখেছেন ও সুর বেঁধেছেন দুজনেই।
এইবারের ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বরবাদ’ ও ‘দাগি’র আবহ সংগীতের কাজ করেছেন আরাফাত মহসিন। এর আগে ‘তুফান’ ছবির আবহ সংগীতের কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘দাগি’ ছবির নিশোর গাওয়া গানটিতে কণ্ঠও দিয়েছেন আরাফাত মহসিন।
আরেকদিকে ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন রাবা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এ সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন রাবা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস