বিনোদন

ঈদ আনন্দমেলায় থাকছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন টিভি আয়োজনে খুব কমই গান করেন। কিন্তু যে কোনো উৎসব আয়োজনে তাকে পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় থাকছে তাঁর গান। ২৮ মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে তিনি অংশ নেবেন বলে জানায় বিটিভির একটি সূত্র। জানা যায়, সাবিনা ইয়াসমিনের পাশাপাশি এবারের আনন্দমেলায় আরও অনেক তারকাশিল্পী হাজির হবেন। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক আয়োজন।  অনুষ্ঠান উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। প্রথমবারের মতো উপস্থাপনায় জুটি হতে যাচ্ছেন তারা। এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এটি প্রচার হবে ঈদের দিন রাতে। আনন্দমেলা প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক সাবিনা ইয়াসমিন। চেষ্টা করছি, দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে। আশা করছি, তারকাবহুল আনন্দমেলা দর্শকের মন ভরাবে।' এছাড়া থাকবে ব্যান্ডদল মাইলসের পরিবেশনা। চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান, পূজা চেরি ও দিঘী অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। প্রসঙ্গ মতে, গত বছর দীর্ঘ সময় চিকিৎসার জন্য বিদেশে থেকেছেন সাবিনা ইয়াসমিন। কারণ, তাঁর শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার গানে ফেরার ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩১ জানুয়ারির সন্ধ্যায় বনানীর একটি হোটেলে অনুষ্ঠানে গাইছিলেন এ শিল্পী। গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু সুস্থ হওয়ার পর ঢাকায় আর কোনো অনুষ্ঠানে গান করেননি তিনি। গত ১৭ মে কানাডার টরন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনান এই নন্দিত শিল্পী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস