বিশ্ববিখ্যাত টিভি শো ‘ডাক ডাইনেস্টি’র প্রধান চরিত্র ফিল রবার্টসন মৃত্যুবরণ করেছেন।
২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ১১ সিজনের জন্য চলা এই শোতে লুইজিয়ানায় তার ‘ডাক কমান্ডার’ শিকার ব্যবসার জীবনধারা ও পরিবারের গল্প দেখানো হয়।
শোটি সফলতার সঙ্গে বেশ কয়েকটি স্পিনঅফ তৈরি করেছিল এবং এ বছর গ্রীষ্মে তার একটি পুনরুত্থান সিরিজের সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।
পরিবার জানায়, গত ডিসেম্বর মাসে ফিল রবার্টসনকে আলঝাইমার রোগ ধরা পড়ে।
পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা তার জীবনের জন্য কৃতজ্ঞ এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা ও অন্যের প্রতি ভালোবাসার ঐতিহ্য চালিয়ে যাব।"
ফিল রবার্টসনের বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে শো ও তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম