বিনোদন

সোহেল রানার ক্ষোভ: মুক্তিযোদ্ধা পরিচয়ে সম্মানের অভাব

অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানার বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু গর্ব করার মতো এই পরিচয় এবং সার্টিফিকেট নিয়ে তিনি এখন বিব্রত, বিরক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন ‘ওরা ১১ জন’ প্রযোজক। গতকাল নিজের ফেসবুক আইডিতে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেন। একটিতে লিখেন, “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’-এর প্রযোজক মাসুদ পারভেজ। ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ও মুক্তিযোদ্ধা আইডেনটিটি কার্ডকে।”  একই দিন দেওয়া আরেকটি পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই।  ২৫ জনের বসার জায়গা হলে ১০০ জন রোগী দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেন হিসেবে বা স্বাধীনতাযুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোনো রকম দাম সম্মান কিছুই নেই। কেবিনভাড়া যা ছিল, এক বছরে তা দ্বিগুণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা আইডেনটিটি কার্ড কোন কাজে আসে, বুঝি না।
কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস!’ ক্ষোভ প্রকাশ করে অভিনেতার লেখা তিনটি পোস্টই বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্ষীয়ান এ অভিনেতা ও দেশের বীর সন্তানের এমন হৃদয়বিদারক পোস্ট দেখে বিচলিত অনুরাগীরাও। মন্তব্য করে জানাচ্ছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যেখানে একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমনটা ঘটতে পারে সেখানে সাধারন মানুষের কিইবা করার আছে!

এলএবাংলাটাইমস/আইটিএলএস