বিনোদন

র‍্যাপার শন কিংস্টনের প্রতারণা মামলায় সাড়ে ৩ বছরের কারাদণ্ড

জ্যামাইকান-আমেরিকান র‍্যাপার শন কিংস্টনকে (আসল নাম কিসান অ্যান্ডারসন) এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের প্রতারণা মামলায় সাড়ে তিন বছরের ফেডারেল কারাদণ্ড দেওয়া হয়েছে। কিংস্টন ও তার মা জ্যানিস টার্নারকে এ বছরের শুরুতে ওয়্যার ফ্রড স্কিমে দোষী সাব্যস্ত করা হয়। তারা বিলাসবহুল ঘড়ি, একটি ২৩২-ইঞ্চি এলইডি টিভি, বুলেটপ্রুফ ক্যাডিলাক এসকালেড এবং আসবাবপত্রসহ এক মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আত্মসাৎ করেছিলেন। প্রসিকিউটররা জানিয়েছেন, কিংস্টন তার সেলিব্রিটি পরিচিতি ব্যবহার করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে বিলাসপণ্য সংগ্রহ করতেন। পণ্য হাতে পাওয়ার পর তিনি বা তার মা ভুয়া ওয়্যার ট্রান্সফার রসিদ পাঠিয়ে টাকা পরিশোধের ভান করতেন। গত জুলাই মাসে তার মা টার্নারকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালে Beautiful Girls গান দিয়ে আলোচনায় আসা শন কিংস্টন আরও পরিচিত Fire Burning, Take You There এবং জাস্টিন বিবারের সঙ্গে করা Eenie Meenie গানের জন্য। তিনি ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ায় এক কনসার্টে অংশ নিতে গেলে গ্রেপ্তার হন। এর আগে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের কাছে তার বাড়িতে অভিযান চালিয়ে তার মাকে আটক করে কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, কিংস্টন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রেতাদের সাথে যোগাযোগ করতেন এবং তাদের তার দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন বাসায় আমন্ত্রণ জানাতেন। তিনি প্রতিশ্রুতি দিতেন যে তাদের পণ্য নিজের সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন বা অন্যান্য সেলিব্রিটিদের কাছে সুপারিশ করবেন। কিন্তু টাকা পরিশোধের সময় তিনি ভুয়া রসিদ পাঠাতেন। মামলার শুনানিতে প্রমাণ হিসেবে কিংস্টন ও তার মায়ের মধ্যে পাঠানো কিছু টেক্সট মেসেজ উপস্থাপন করা হয়। এক বার্তায় কিংস্টন লিখেছিলেন: “আমি তোকে বলেছিলাম ভুয়া রসিদ বানাতে।” রায় ঘোষণার আগে আদালতে ক্ষমা চেয়ে কিংস্টন বলেন, তিনি নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। তার আইনজীবী জানান, খ্যাতি পাওয়ার আগে কিংস্টন দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছিলেন এবং খ্যাতি আসার পরও তিনি কিশোরসুলভ মানসিকতা থেকে বের হতে পারেননি, যার ফলে আর্থিক দিকগুলো সঠিকভাবে সামলাতে পারেননি। তিনি অবিলম্বে কারাদণ্ড ভোগ শুরু করবেন।

এলএবাংলাটাইমস/ওএম