বিনোদন

শাইখ সিরাজের নতুন উদ্যোগ: ‘ছোটদের কৃষি’ নিয়ে শিশুদের মাঝে কৃষি জাগরণ

কৃষিনির্ভর বাংলাদেশে প্রজন্ম থেকে প্রজন্ম কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের কৃষক। কৃষি এখন ফসলের মাঠ থেকে শহরে নগরে অট্টালিকার ছাদে চলে এসেছে। কৃষিকাজে ছোটদেরও আগ্রহ বাড়ছে। চ্যানেল আইতে আসছে নতুন অনুষ্ঠান ছোটদের কৃষি। চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের ডাক-এ নতুন সংযোজন হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি।  নতুন এই অনুষ্ঠান সম্পর্কে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন–শহর ও গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করতেই ‘ছোটদের কৃষি’ অনুষ্ঠান। বর্তমান সময়ে অনলাইন আসক্তি কমিয়ে এনে নতুন প্রজন্মকে ফলদ গাছপালা এবং ফসলের প্রতি আগ্রহী করার জন্য এই প্রয়াস।  শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ছোটদের কৃষি প্রচার হবে ৪ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে ছাদকৃষির ওপর। শিশুদের হাতেকলমে কৃষির নানা দিক তুলে ধরা হবে এখানে। ঘরের বারান্দা, ছাদ কিংবা খালি জায়গায় কীভাবে ফল-সবজি চাষ করা যায়, সেটিও শিখতে পারবে তারা। ফলে কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠবে নতুন প্রজন্ম, যা দেশের ভবিষ্যৎ কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলবে। এমনটিই আশা করছেন চ্যানেল সংশ্লিষ্টরা।     এলএবাংলাটাইমস/আইটিএলএস