বিনোদন

এবার কি রূপালি পর্দায় পা রাখলেন ধোনি?

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি কি এবার রূপালি পর্দায় পা রাখলেন? সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও ক্লিপ তেমন প্রশ্নই জাগিয়েছে দর্শক-ভক্তদের মনে। ভারতের এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার ভক্তদের চমকে দিয়েছেন ‌‘দ্য চেজ’ নামে একটি অ্যাকশনধর্মী প্রজেক্টের টিজারে হাজির হয়ে, যেখানে তার সঙ্গে দেখা যায় বলিউড ও দক্ষিণের সুপারস্টার আর. মাধবনকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মুক্তি পাওয়া টিজারে ধোনি ও মাধবনকে টাস্কফোর্স অফিসারের বেশে দেখা গেছে। কালো ইউনিফর্ম, সানগ্লাস, হাতে বন্দুক, যেন উচ্চ-ঝুঁকির কোনো মিশনে নামতে প্রস্তুত। মাধবন ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে লিখেছেন, ‘এক মিশন। দুই যোদ্ধা। তৈরি হও - শুরু হচ্ছে দারুণ এক তাড়া। দ্য চেজ - টিজার আউট এখনই। পরিচালনায় বাসন বালা। আসছে শিগগিরই।’ টিজার মুক্তির পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত। কিন্তু একইসঙ্গে বিভ্রান্তও- এটা আসলে সিনেমা, নাকি ওয়েব সিরিজ, নাকি আবার কোনো বিজ্ঞাপন। ধোনি এর আগে বিজ্ঞাপনে অভিনয় করেছেন, এমনকি একটি তামিল ছবিতে ক্যামিও চরিত্রও করেছিলেন। কিন্তু এটিকে তার সবচেয়ে বড় অনস্ক্রিন উপস্থিতি মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ধোনিকে ‘হিরো’ বলে আখ্যায়িত করছেন, আবার অনেকে লিখছেন- ‘থালা ফর এ রিজন।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালে অবসর নেওয়া ধোনি ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির প্যারা রেজিমেন্টে লেফটেন্যান্ট কর্নেল (সম্মানসূচক) পদেও ভূষিত। তিনি এই উপাধি পান ২০১১ সালে। ঘরোয়া পর্যায়ে আইপিএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে আর খেলেন না ধোনি। চলতি বছরের মে মাসে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত মৌসুমে সিএসকে তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখেছিল এবং এর জন্য তাকে দেওয়া হয়েছিল ৪ কোটি টাকা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস