বিনোদন

ছবির শুটিংয়ে দুর্ঘটনায় জুনিয়র এনটিআর আহত

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জুনিয়র এনটিআর। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। অভিনেতার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত শুক্রবার একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে সামান্য আঘাত পেয়েছেন মিস্টার জুনিয়র এনটিআর। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, কোনো ধরনের গুরুতর আশঙ্কার কারণ নেই। সংবাদমাধ্যম ও ভক্তদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো রকম গুজব বা অনুমান থেকে বিরত থাকুন।’ জুনিয়র এনটিআর সম্প্রতি বলিউডে অভিসিক্ত হয়েছেন ‘ওয়ার ২’ সিনেমার মাধ্যমে। অয়ন মুখার্জি পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশনের বিপরীতে। আলোচিত এই ছবিটি প্রত্যাশামতো বক্স অফিসে সাফল্য পায়নি। বিশ্বব্যাপী এটি প্রায় ৩৬৪ কোটি টাকা আয় করলেও, ভারতের বাজারে আয় করে মাত্র ২৩৬ কোটি। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।