বিনোদন

অস্কার-মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই

অস্কার-মনোনীত মার্কিন অভিনেত্রী ডায়ান ল্যাড (Diane Ladd) ৮৯ বছর বয়সে মারা গেছেন। তিনবার একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত এই অভিনেত্রী Wild at Heart এবং Alice Doesn’t Live Here Anymore ছবির তারকা ছিলেন। সোমবার তার মেয়ে, অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন (Laura Dern) এক বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। লরা ডার্ন বলেন, “আমার অসাধারণ নায়িকা, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার—আমার মা ডায়ান ল্যাড আজ সকালে ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে আমার পাশে বসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” তিনি আরও জানান, “তিনি ছিলেন সেরা কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা—যেন কোনো স্বপ্নের চরিত্র। আমরা ধন্য, তাকে পেয়েছিলাম।” ল্যাডের অভিনয়জীবন কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল। ১৯৭৪ সালে মার্টিন স্করসেজির Alice Doesn’t Live Here Anymore ছবিতে এক ওয়েট্রেসের ভূমিকায় অভিনয় করে তিনি প্রথমবার অস্কারের মনোনয়ন পান। এরপর তিনি অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেন। সর্বশেষ ২০২২ সালে তিনি Gigi & Nate ছবিতে এক দাদির চরিত্রে অভিনয় করেছিলেন। ডায়ান ল্যাড ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত অভিনেতা ব্রুস ডার্নের (Bruce Dern) সঙ্গে বিবাহিত ছিলেন। দম্পতির দুই সন্তান—অভিনেত্রী লরা ডার্ন এবং ডায়ান এলিজাবেথ ডার্ন। তবে ছোট কন্যা ডায়ান এলিজাবেথ ১৯৬২ সালে মাত্র ১৮ মাস বয়সে দুর্ঘটনায় মারা যায়। ২০২৩ সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাড বলেছিলেন, “সে পুলে পড়ে মাথায় আঘাত পায় এবং সঙ্গে সঙ্গেই মারা যায়। এ রকম কষ্ট কখনো ভোলা যায় না।” ল্যাড ও লরা মা-মেয়ের সম্পর্ক ছাড়াও পর্দায় বহুবার একসঙ্গে অভিনয় করেছেন। Wild at Heart এবং এইচবিও সিরিজ Enlightened-এও তারা মা-মেয়ের চরিত্রে ছিলেন। তারা ইতিহাসে প্রথম মা-মেয়ে জুটি, যারা একই ছবিতে (Rambling Rose, 1991) অভিনয়ের জন্য একসঙ্গে একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন। যদিও সেই বছর দুজনেরই জয় আসেনি। ২০২৩ সালে তারা একসঙ্গে একটি বই লেখেন—Honey, Baby, Mine: A Mother and Daughter Talk Life, Death, Love—যেখানে জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। ল্যাড একসময় মেয়েকে অভিনয় থেকে বিরত রাখতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, “সে তখন মাত্র ১১ বছরের। আমি বলেছিলাম—‘অভিনেত্রী হয়ো না, ডাক্তার বা আইনজীবী হও। সেখানে কেউ তোমার চেহারা, ওজন বা কান্নার ভঙ্গি নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু অভিনেত্রী হলে সবাই খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করবে।’” তবে লরা তাতে রাজি হননি। তিনি বলেন, “না, এটাই তো আমি জানি, এটাই আমার পথ।” অভিনেত্রীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে পরিচালক মার্টিন স্করসেজি বলেন, “Alice Doesn’t Live Here Anymore ছবির সময়কার স্মৃতিগুলো এখনো আমার কাছে অমূল্য। ডায়ানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।” তিনি আরও যোগ করেন, “ডায়ান ছিলেন অসাধারণ এক ইম্প্রোভাইজেশনাল অভিনেত্রী—যেখানে কৌশল, শৃঙ্খলা, প্রবল অন্তর্দৃষ্টি ও শিল্পবোধ একসঙ্গে কাজ করত। তিনি সত্যিই সব গুণের অধিকারী ছিলেন।”

এলএবাংলাটাইমস/ওএম