বিনোদন

গ্রেটফুল ডেডের সহ-প্রতিষ্ঠাতা বব ওয়েয়ার আর নেই

ক্যালিফোর্নিয়ার কিংবদন্তি সাইকেডেলিক রক ব্যান্ড গ্রেটফুল ডেডের সহ-প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট বব ওয়েয়ার ৭৮ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসার ও ফুসফুসজনিত সমস্যায় ভোগার পর তিনি মৃত্যুবরণ করেন। তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানানো হয়, প্রিয়জনদের ঘিরে রেখে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পোস্টে বলা হয়, বব ওয়েয়ার সবসময় বিশ্বাস করতেন তাঁর সংগীতের উত্তরাধিকার বহু প্রজন্ম ধরে বেঁচে থাকবে। তিনি প্রায়ই “তিনশ বছরের উত্তরাধিকার” গড়ে তোলার কথা বলতেন, যাতে গ্রেটফুল ডেডের গান ভবিষ্যতের ‘ডেড হেডস’-দের মাঝেও জীবিত থাকে। পরিবার জানিয়েছে, তাঁর এই স্বপ্ন ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে বেঁচে থাকুক—এটাই তাদের কামনা। ৬০ বছরেরও বেশি সময়জুড়ে বিস্তৃত সংগীতজীবনে বব ওয়েয়ারের বড় সাফল্য আসে ১৯৬৫ সালে গ্রেটফুল ডেড প্রতিষ্ঠার মাধ্যমে। খুব দ্রুতই ব্যান্ডটি সান ফ্রান্সিসকোর কাউন্টার-কালচার আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সাইকেডেলিয়া, ষাটের দশকের সংস্কৃতি, লোকসংগীত ও আমেরিকানার মিশেলে তারা রক সংগীতের নতুন ধারা তৈরি করে এবং ‘জ্যাম ব্যান্ড’-এর পথিকৃৎ হিসেবে পরিচিতি পায়। গ্রেটফুল ডেড ১৯৯৪ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হয় এবং ২০০৭ সালে গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করে। ১৯৯৫ সালে সহ-প্রতিষ্ঠাতা জেরি গার্সিয়ার মৃত্যুর পর ব্যান্ডটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে থেমে গেলেও বব ওয়েয়ার বিভিন্ন স্পিন-অফ প্রকল্পে যুক্ত ছিলেন। এর মধ্যে ডেড অ্যান্ড কোম্পানি উল্লেখযোগ্য, যারা ২০২৪ ও ২০২৫ সালে লাস ভেগাস স্ফিয়ারে দীর্ঘ রেসিডেন্সি শো করে। চলতি বছরের জুলাইয়ে তাঁর ক্যানসার ধরা পড়লেও চিকিৎসার মধ্যেই তিনি মঞ্চে পারফর্ম চালিয়ে যান। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, সেসব পরিবেশনা ছিল বিদায় নয়, বরং শ্রোতাদের জন্য উপহার—একজন শিল্পীর অদম্য মনোবলের প্রকাশ। মৃত্যুর আগে তিনি ক্যানসার জয় করেছিলেন বলে জানানো হলেও ঠিক কী ধরনের ক্যানসারে ভুগছিলেন, তা স্পষ্ট নয়। বব ওয়েয়ারের মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী শিল্পীরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানান। নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং টাই-ডাই রঙে আলোকিত করে তাঁকে স্মরণ করে। গানস এন’ রোজেসের গিটারিস্ট স্ল্যাশ ও সাবেক ঈগলস সদস্য ডন ফেল্ডারসহ অনেকেই তাঁর স্মৃতিচারণ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর স্ত্রী নাতাশা ও সন্তান শালা ও ক্লোই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে জানান, বিশ্বজুড়ে পাওয়া ভালোবাসা ও শ্রদ্ধায় তারা গভীরভাবে কৃতজ্ঞ।

এলএবাংলাটাইমস/ওএম