বিনোদন

সালমনকে বহুবার বিয়ে করার পরামর্শ দিয়েছি: আমির খান

বলিউডের সহ অভিনেতা সালমন খানকে বহুবারই বিয়ে করার পরামর্শ দিয়েছেন আমির খান। কিন্তু তাতে কোনও কাজই হয়নি। এমন কথাই জানালেন পিকে-র অভিনেতা। তিনি বলেছেন, সালমন কবে বিয়ে করবেন তা কেউ জানে না। বলিউডের তিন খানের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে আমির জানিয়েছেন, তাঁর সঙ্গে সালমন ও শাহরুখের দারুন সম্পর্ক রয়েছে। শাহরুখ ও সালমনের সঙ্গে এক পর্দায় অভিনয় করার সুযোগ পেলে ভালো লাগবে বলেও মন্তব্য করেছেন আমির।ইতিমধ্যেই পিকে-র প্রচারে বেরিয়েছেন আমির। এজন্য তিনি বিহারের আরাতে যেতে চেয়েছিলেন। বিহারের ওই এলাকাই ভোজপুরি ভাষার উত্পত্তিস্থল। আর পিকে-তে ভোজপুরি ভাষার ব্যবহার রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুরোধে তিনি আরা সফর বাতিল করেন। পটনা বিমানবন্দরে ফেরার পথে সঞ্জয় গাঁধী জুলজিক্যাল পার্কের কাছে একটি ধাবায় আমির লিট্টি চোখাও খেয়েছেন।