দেশের সর্বোচ্চ আদালত ছাড়পত্র দিয়ে দেওয়ার পরও যেন কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না পিকের ওরফে আমিরের৷মুম্বইয়ের দেওয়ানি আদালতে করা এক মামলার ভিত্তিতে আবারো আমিরের নগ্ন পোস্টার নিয়ে বিতর্ক উঠল চরমে৷বাদী পক্ষের উকিল হেমন্ত পাতিল আমিরের পোস্টারকে অশ্লীল এবং তাঁর মতো একজন সম্মানীয় ব্যক্তির পক্ষে অত্যন্ত মানহানিকর বলে দাবি করেছেন৷যদিও সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার রায় আমিরের পক্ষেই গিয়েছে এবং কেসটি খারিজ করে দিয়েছে৷বিচারপতি রায়ে বলেছিলেন, ছবিটির শ্লীল কিংবা অশ্লীল বিবেবচ্য বিষয় নয়৷যে দর্শকের ইচ্ছে হবে তিনি দেখবেন, যাঁর ইচ্ছে হবে না তিনি দেখবেন না৷কিন্তু নতুন করে দেওয়ানি আদালতে আবারো পিকের পোস্টার সংক্রান্ত একটি মামলায় চিন্তা বেড়েছে পিকে শিবিরে৷যদিও তাঁরা জানেন, সুপ্রিম কোর্ট ছাড় দেওয়ার পর আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম৷আদালত জানিয়েছে, ১৭ ডিসেম্বর ছবিটি দেখার পর তবেই সিদ্ধান্ত নেওয়া হবে কেসটির আদৌ কোনো গ্রহণযোগ্যতা রয়েছে কিনা।