বিনোদন

বিবারের প্রশংসায় সেলেনা!

  ওয়ান লাভ ম্যানচেস্টার কনসার্টে জাস্টিন বিবারের দেওয়া বক্তব্যের প্রশংসা করলেন তার সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ। তিনি বলেন, ‘বিবার লন্ডনে হতাহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে দারুণ কাজ করেছে।’  
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমনটা জানা যায়। গোমেজ বলেন, ‘এটা সত্যি সুন্দর ছিলো। সবাই খুব ভালো কাজ করেছে। আরিয়ানা (বিবার) যেভাবে শেষ করলো সবকিছু আমার দারুণ লেগেছে।’  
এদিকে বিবার ঐ কনসার্টে বলেছিলেন, ‘ইশ্বর তোমাদের সঙ্গে আছেন। অন্ধকারে তিনিই আলো দেখাবেন। তিনিই আপনাদের ভালোবাসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে বলতে চাই- আমরা আপনাদের অনেক ভালোবাসি।’ এসময় দর্শকদেরকে হতাহতদের সম্মানে দুই হাত তুলতে বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা আপনাদের সম্মান করি। আপনাদের ভালোবাসি।’