বিনোদন

বাংলা ছবির আইটেম নাচের শুটিং করলেন সানি লিওন

হিন্দি সিনেমায় ঝড় তুলেছেন এতোদিন। এবার বাংলা সিনেমায় আইটেম নাচে অভিষেক করলেন আলোচিত নায়িকা সানি লিওন। গতকাল এই গানের শুটিং হলো মুম্বাইয়ে। সেখানে স্বমহিমায় দেখা গেল সানিকে।

মায়াময় আলো আধারিতে নীল পোশাকে দেখা গেলো প্রাক্তন নীল ছবির নায়িকাকে। তিনি একা নন, সঙ্গে ছিলেন আরও অনেকেই। ‘সেরা বাঙালি’ সিনেমার জন্য আইটেম গানে নাচলেন সানি। ছবির পরিচালক স্বপন সাহা।

এদিকে শোনা যায়, সানিকে বাংলা ছবির আইটেম নাচে রাজি করাতে কম ঝক্কি পোহাতে হয়নি পরিচালক স্বপন সাহাকে। প্রযোজকদের কাছে সানির নাম প্রস্তাব করেছিলেন ঠিকই, তবে সেটা সম্ভব হবে বলে খুব একটা আশা করেননি অনেকে। কিন্তু প্রস্তাবে রাজি হন সানি লিওন।

ছিটমহল ও সার্কাসকে কেন্দ্র করে শক্তিপদ রাজগুরুর লেখা কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ছিটমহলের অধিবাসীদের যন্ত্রণার পাশাপাশি সার্কাসের সমস্যাও ফুটিয়ে তোলা হবে এখানে। সানি লিওনের পাশাপাশি শক্তি কাপুর, রাজপাল যাদবের মতো বলিউড তারকাদের দেখা যাবে ছবিতে। 

সূত্র: ইন্ডিয়া.কম