বিনোদন

লস এঞ্জেলেসে ‘হালদা’র আজ শেষ দিন

খ্যাতিমান অভিনেতা ও নির্দেশক তৌকির আহমদ পরিচালিত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র ‘হালদা’ লস এঞ্জেলেসে প্রদর্শিত হচ্ছে। গত শুক্রবার থেকে  ছবিটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের পাঁচটি শহরে প্রদর্শিত হচ্ছে।

লস এঞ্জেলেসের Cenemark 18 & XD (6081 Center Dr, LA, CA 90045) আজকের শো হচ্ছে দুপুর ১১:৪৫ টা থেকে বিকেল ৩:০০টা ও সন্ধ্যা ৬:১৫ টা থেকে রাত ৯:৩০ টা এবং Regal LA Live stadium 14 (1000 W Olympic Blvd, LA, CA 90015) এ শো হচ্ছে দুপুর ১২:০০টা থেকে বিকেল ৩:৩০টা ও সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ১০:৩০টা।

টিকিট পাওয়া যাবে হলের কাউন্টার, হলের ওয়েবসাইট ও Fandango এর ওয়েবসাইটে। 

হালদা নদীর মৎস্যজীবীদের জীবন নিয়ে আজাদ বুলবুলের লেখা ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশারফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, মোমেনা চৌধুরী প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।  ছবিটি গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রায় ১’শটি প্রেক্ষাগৃহে। এখন যুক্তরাষ্ট্রসহ আরো ১৬টি দেশে প্রদর্শিত হচ্ছে।


এলএবাংলাটাইমস//এলআরটি