মূলত স্থূল স্বাস্থ্যের অধিকারী মানুষের দিকে আড়চোখে তাকানোর রীতি পরিবর্তনের লক্ষ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছেন ২১ বছর বয়সী মডেল ডায়ানা সিরোকাই। গত বছর মার্কিন র্যাম্প মডেল গিগি হাদিদ ন্যুড (নগ্ন) ফটোশুট করে ব্যাপক আলোড়ন তুলেছিলেন মডেলিং জগতে। গিগি হাদিদের সেই ন্যুড ফটোশুটের ছবিকে অনুকরণ করে ছবি তুলে এবার আলোচনায় চলে আসেন ডায়ানা নামের এই প্লাস সাইজ মডেল। ইনস্টাগ্রামে ছবি প্রকাশের প্রথম সপ্তাহেই সেই ছবিটিতে তেইশ হাজারেরও বেশি লাইক আসে। নিজের শরীরের গঠন নিয়ে প্রতিটি মানুষেরই আত্মবিশ্বাসী হওয়া উচিত। একজন প্লাস সাইজ ফিগারের অধিকারী হয়েও যে আপনি আকর্ষণীয় হতে পারেন, এ বিষয়টি প্রমাণের জন্য ডায়ানা তার পছন্দের আইডল হিসেবে বেছে নিয়েছেন গিগি হাদিদকে।
এর পূর্বে তিনি মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের পোজ অনুকরণ করে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ার মানুষের নজর কাড়েন। কিম কার্দাশিয়ানের ছবির পোজ অনুকরণ করা ডায়ানার সেই ছবিতে তিরিশ হাজারেরও বেশি মানুষ লাইক দেন।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি
এর পূর্বে তিনি মার্কিন টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের পোজ অনুকরণ করে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ার মানুষের নজর কাড়েন। কিম কার্দাশিয়ানের ছবির পোজ অনুকরণ করা ডায়ানার সেই ছবিতে তিরিশ হাজারেরও বেশি মানুষ লাইক দেন।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি