বিনোদন

সিরিয়ালগুলো এখন সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে : মমতা

 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্থানীয় টিভি চ্যানেলের সিরিয়াল ও অনুষ্ঠানগুলো নিয়মিত দেখে থাকেন। বাংলা সিরিয়ালের একঘেয়েমি তাকে ক্ষুব্ধ করেছে৷ সম্প্রতি কেবল অপারেটরদের সম্মেলনে তার বক্তৃতায় জানা গেল বিষয়টি।

নিউজ এইটিন জানায়, টিভি অনুষ্ঠান সম্পর্কে মমতা বলেন, ‘এখন তো বাংলা টিভি সিরিয়াল মানেই হয় তিনটে বউ আর নয়তো কেউ বাবার পরিচয় জানে না৷ প্রতি সিরিয়ালেই হয় কেউ কারোর কান ভাঙাচ্ছে, কেউ কাউকে বিষ খাওয়াচ্ছে৷ এসব অবাস্তব জিনিস প্রভাব ফেলছে মানুষের মনে৷ সিরিয়াল এখন সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ’

টিভিতে দেখানো অনুষ্ঠানগুলোর ক্রিয়েটিভ টিমের কাছে বিষয়বস্তু বদলানোর পরামর্শ দিয়েছেন মমতা৷ শুধু টিভির বিষয়বস্তু নয়, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোরও সমালোচনা করেন৷