পরিবেশ

মিনেসোটার জলপথে পাওয়া গেলো বিশাল আকারের গোল্ডফিশ

মিনেসোটার জলাঞ্চলে পাওয়া যাচ্ছে একাধিক বিশাল আকারের গোল্ডফিশ। মিনেসোটার প্রশাসনিক কর্মকর্তারা বাসিন্দাদেরকে অবৈধভাবে পুকুর ও লেকে অবাঞ্ছিত মাছ ছাড়তে নিষেধ করছেন। গোল্ডফিশ আকারে একটি ফুটবলের সমান বড় হতে পারে। গোল্ডফিশগুলো লেকে থাকা মাছগুলোর সাথে খাবারের জন্য প্রতিযোগিতা করে। এর পাশাপাশি লেক ও জলাশয়ে শৈবালের সংখ্যাও বৃদ্ধি করে। বার্নসভিল শহরের কর্মকর্তারা জানান যে মাসের শুরুতে তারা কেলার লেকে ১০টি বিশাল আকারের গোল্ডফিশ পেয়েছেন। সোমবারে (১২ জুলাই) আরো ১৮টি বিশাল আকারের মাছ পাওয়া গিয়েছে। এর মধ্যে কিছু কিছু মাছ লম্বায় ১৮ ইঞ্চি ও ওজনে ২ কেজির সমান ছিলো। শহরটির প্রশাসন একটি টুইটে বলে, ‘দয়া করে আপনার পোষা মাছকে পুকুরে কিংবা লেকে ছেড়ে দিবেন না। তারা বিশাল আকার ধারণ করতে পারে। এরা জলজ উদ্ভিদ উপড়ে ফেলে ও পানির গুনমান নষ্ট করে।‘ বার্নসভিলের কর্মকর্তারা কার্প সলিউশনের সাথে কাজ করছে। কার্প সলিউশনস একটি স্টার্ট-আপ কোম্পানি যেটি কার্পের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে। কার্প ও গোল্ডফিশ প্রায় একই প্রজাতির অন্তর্ভুক্ত। এলএবাংলাটাইমস/এমডব্লিউ